কিংবদন্তি ফুটবলার পেলে’র মৃত্যুতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শোক

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক ঃ শতাব্দী সেরা খেলোয়াড়, কিংবদন্তি ফুটবলার এডসন আরেন্তেস দো নাসিমেন্তো তথা পেলে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “পেলে ফুটবলকে খেলার গন্ডি থেকে বের করে এনে সর্বজনীন করে তুলেছেন। তাঁর পায়ের জাদুতে মজেছে পুরো বিশ্বের ক্রীড়ামোদি মানুষ। ব্রাজিলকে এনে দিয়েছেন তিনটি বিশ্বকাপ আর ফুটবলকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়।”

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, “বিজয় আর শিরোপা জয়ের গল্পকার পেলের মৃত্যুতে সারাবিশ্বের ফুটবল ভক্তদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। তাঁর অবিস্মরণীয় পদচিহ্ন বিশ্ববাসীর হৃদয়ে অবিনশ্বর হয়ে থাকবে, যুগ-যুগান্তরে অনুপ্রেরণা যুগিয়ে চলবে।”

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস পেলের পরিবার এবং ব্রাজিলের জনগণের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *