নিজস্ব প্রতিবেদক : মাঠ পর্যায়ের আন্দোলন প্রত্যাহারের ১৩ দিনের মাথায় ফের আন্দোলনের ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের। পারফেক্ট ফলাফল না দেখা পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দেন তারা। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়।
শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণে বুয়েট প্রশাসনের উদাসীনতা প্রত্যক্ষ করা যাচ্ছে। আবরার হত্যা মামলার খরচ বুয়েট প্রশাসন দিচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। আবরারের পরিবারেরকে ক্ষতিপূরণ দিতে আজ পর্যন্ত কেউ যোগাযোগ করেনি বলেও জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, ১০ দাবির মধ্যে মাত্র দুটি দাবি মানা হয়েছে। বাকি দাবিগুলো আদায়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। দাবি গুলোর বিষয়ে ফের বুয়েট উপাচার্যের সাথে বসার আগ্রহ প্রকাশ করেন তারা।