রোহিঙ্গা ক্যাম্প থেকে মিলিটারী গ্রেড গ্রেনেড উদ্ধার

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার বসতঘরে শক্তিশালী গ্রেনেডের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় ঘরের মালিক রোহিঙ্গা মোহাম্মদ নবীকেও গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

১০ থেকে ১২ জনের একদল দুষ্কৃতকারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বি ব্লকে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় দুপক্ষের গ্রুপের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে।

খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বসতঘর তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড পায় পুলিশ।

পরবর্তীতে উচ্চপর্যায়ে কথা বলে পুরো এলকাটি ঘিরে রেখে সেনাবাহিনীর বিষ্ফোরক বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে।

নাম গোপন রাখার শর্তে রোহিঙ্গাদের একটি সূত্র জানায়, বাংলাদেশকে বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক বেশ কিছু চক্র রোহিঙ্গা স**ন্ত্রা-সীদের ব্যবহার করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। (তথ্য সূত্র ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *