পলাতক গৃহকর্মীর সন্ধান পেলেই জট খুলবে জোড়া খুনের

অপরাধ আইন ও আদালত এইমাত্র রাজধানী

নিজস্ব প্রতিবেদক : পলাতক গৃহকর্মীকে উদ্ধারের পরই রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের জট খুলবে বলে মনে করছে পুলিশ। শুক্রবার হত্যাকা-ের আগে ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
ধানম-ির ১৫ নম্বর সড়কের ২১ নম্বর ভবনের ৪ তলার ফ্ল্যাট। এই আবাসিক ভবনে জড়ো হয়েছেন পুলিশ, সিআইডি, উদ্ধারকর্মী ও স্বজনেরা। এ ভবনের নিজের কক্ষে গলাকাটা নিথর দেহ পড়ে ছিল গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতির, যিনি ৮ বছর ধরে কাজ করছেন ঐ ভবনে।
হত্যাকা-ের প্রকৃত কারণ জানাতে না পারলেও শুক্রবার বিকেলে নতুন একজন গৃহকর্মীর ঐ ভবনে কাজ খুঁজতে আসার সূত্র ধরে হত্যাকা-ের ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।
এ ঘটনায় কেয়ারটেকার ও নিহতের মেয়ে জামাইয়ের বডিগার্ড বাচ্চু এবং ভবনের জেনারেটর অপারেটর বেলায়েতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ডিএমপি অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, কাজের মেয়েটি কোথায় আছে আমরা এখনো জানি না। আমরা তাকে খুঁজছি, তাকে পেলে অনেক কিছু আমরা জানতে পারবো। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *