আরএমপি’র চেকপোস্ট ও তল্লাশি সংক্রান্ত প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ৫ ফেব্রুয়ারি, সকল ১০ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর কনস্টেবল হতে এসআই পদবীর পুলিশ সদস্যদের দুই দিন ব্যাপী পর্যায়ক্রমিক ‘চেকপোস্ট ও তল্লাশি সংক্রান্ত প্রশিক্ষণ (তাত্ত্বিক ও ব্যবহারিক)’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আবুল কালাম আজাদ ও কোর্স কো-অর্ডিনেটর পুলিশ পরিদর্শক (নি:) মোঃ ছালেহ আহমেদ পাঠান। এ সময় অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশি দায়িত্ব পালনে চেকপোস্ট ও তল্লাশির গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীগনকে যথাযথভাবে প্রশিক্ষণকে আত্মস্থ করার নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *