মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামানের বাসায় দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (২০ ফেব্রয়ারি) সোমবার ভোর পোনে ৪টা থেকে ৫টা পর্যন্ত ৮ থেকে ১০ জনের ডাকাত দল ডুপ্লেস বাসার গ্রীলকেটে ঘরে ঢুকে ডাকাতি করে। ভুক্তোভোগী আওয়ামী-লীগ নেতা হাসানুজ্জামান জানান,ভোর পোনে ৪টার সময় ৮ থেকে ১০ জনের ডাকাতদল আমার বাসায় ঢুকে আমার ও আমার স্ত্রীর হাত পা বেধে স্বর্ণালংকার ও নগদ টাকা,ডলার,বিদেশী ঘড়ি,বন্ধুক,পিস্তল ও গুলি নিয়ে যায়,এতে আমার আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসময় ডাকাতদের মুখে মুখোস ও মাস্ক পরা ছিলো। ডাকাতদের ভাষা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা বলেও জানান তিনি। নড়াইল ভিশন স্যাটেলাইট এর মালিক জেলা যুবলীগের আহবায়ক মো: হাসানুজ্জামানের ভাই মো:ওয়াহিদুজ্জামান বলেন,আমার বাসা পাশেই,আমার আপন বড় ভাইয়ের বাসায় ডাকাতি করে চলে যাওয়ার পর পরই আমাকে জানালে আমার পাজেরো গাড়ি নিয়ে সিকিউরিটিসহ ডাকাতদল কে ধাওয়া করি,কিন্তু তাদের না পেলেও কিছু লোকের সাথে দেখা হয়েছে। আপাতত কিছু জানাবো না। এখানে ও ডাকাত আছে। গত ২/৩ দিন আগে জাহাঙ্গির কবিরের বাসায় ডাকাত দল ডাকাতি করতে গেলে জাহাঙ্গির কবির টের পেয়ে ফাকা গুলি ফায়ার করলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতি ও আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে জাহাঙ্গির কবির ক্ষোবের সাথে সাংবাদিকদের বলেন,নড়াইলে দিনে ও রাতে প্রায়ই ডাকাতি হচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি ভালো না। সত্যকথা বললে প্রশাসন বিরুদ্ধে চলে যাবে,নিজেদের সাবধান নিজেদের হতে হবে। তাছাড়া কোন উপায় নাই। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামররুজ্জামান বলেন,খবর পেয়ে আমি ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি,আমরা আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।