দারুস সালামে গাঁজা ভর্তি প্রাইভেটকার জব্দ : আটক ৩

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালামের মাজার রোড এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


বিজ্ঞাপন

আটকরা হলেন, খুরশেদ আলম (৪৫), ওমর আলী (৪২) ও ড্রাইভার শাহীন আহম্মেদ (৩৮)।


বিজ্ঞাপন

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও গাঁজা বিক্রির নগদ তিন লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর রাতে র‌্যাব-৪ এর একটি দল গাঁজাসহ তাদের আটক করে।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি দল দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা যোগসাজশ করে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা নিয়ে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই ও মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *