খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে মায়ানমার আর্মির ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি : খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে মায়ানমার আর্মির ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক বটতল, দক্ষিণ কাঞ্চননগর এলাকায় গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী আটক করা হয়। এছাড়াও অভিযান পরিচালনা কালে যে সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তা যথাক্রমে, ১টি একে-৪৭ রাইফেল (০৭ রাউন্ড অ্যামোনিশন এবং ০১টি ম্যাগাজিন)। ১টি এমএ-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন)। (মায়ানমার আর্মির ব্যবহৃত) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন) ৪টি মর্টার। ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল চায়না (০৩ রাউন্ড অ্যামোনিশন)। ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ)। ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল। বিপুল পরিমান আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফরম।

পরবর্তীতে আটকৃত সশস্ত্র সন্ত্রাসী এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *