নতুন সড়ক আইন বাস্তবায়নে সময় বাড়ল আরও ৭ দিন

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে আরও সাত দিন সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকালে নতুন আইন কার্যকর নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের জানান, শুরুতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিল সচেতনতা সৃষ্টির জন্য। এবার আরও এক সপ্তাহ সময় একই কারণে বাড়ানো হলো। এরপর থেকে কঠোরভাবে আইন বাস্তবায়নে কাজ করা হবে।
ওবায়দুল কাদের বলেন, দুর্নাম আর বিআরটিএ দুটি শব্দ যেভাবে যুক্ত সেই আবর্ত থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়েছে, বিআরটিসিতেও আমি একই কথা বলেছি। সমস্যা হলে আমি আছি, সচিব আছে, যেকোনো উপায়েই এখানে খারাপ কাজ পরিহার করতে হবে।
তিনি বলেন, দুর্নীতিবাজ লোকদের দায়িত্ব আমি কেন নেব? আমার একটাই কথা সুনামের ধারা বিআরটিএকে ফিরিয়ে আনতে হবে।
মন্ত্রী আরও বলেন, সামনে আমার পার্টি এবং সহযোগী সংগঠনের সমাবেশ। কিন্তু যত ব্যস্ততাই থাকুক আমি অফিসে আসব। অফিসের কাজে আমি অবহেলা করব না।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *