ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে কেসিসি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন প্রশাসক মো: ফিরোজ সরকার

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (খুলনা)  :  ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।


বিজ্ঞাপন

র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের এ আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে।


বিজ্ঞাপন

আজকের এ আয়োজন বার বার আমাদের সেই সুযোগের কথা স্মরণ করিয়ে দিবে। মৃত্যু ভয় উপেক্ষা করে যে আশা-আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের সে প্রত্যাশা পূরণে আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।


বিজ্ঞাপন

খুলনার ডিআইজি মো: রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো: আজিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যালি আয়োজক উপকমিটির আহবায়ক কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।


বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী-খুলনা মহানগর কমিটির আমীর অধ্যাপক মো: মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-খুলনা মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ, সহসভাপতি মো: নাসির উদ্দিন ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, এনসিপি’র মহানগর সংগঠক আহমেদ হামীম রাহাত, গণসংহতি-খুলনা মহানগরের সমন্বয়ক সোহেল মুনির, ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম ইমন ও মো: নাঈম ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জাামান, বৃহত্তর আমরা খুলনাবাসীর মো: নাসির উদ্দন ও মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান. প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *