টাঙ্গাইল প্রতিনিধি : আওয়ামীলীগ নেতা ও সমবায় ব্যাংকের সভাপতি কুদরত ইলাহীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ এর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত এলাহীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সমবায় মার্কেট ব্যবসায়ীরা এই সাংবাদিক সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সারাদেশের মতো টাঙ্গাইল সমবায় ব্যাংক এর সভাপতি পদ দখল করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত ইলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংকটি ধ্বংস করে দিয়েছেন।

একই সাথে ব্যাংকের সমবায় সুপার মার্কেট উন্নয়নের নাম করে মার্কেটি ভেঙে গুড়িয়ে দেয়। সেখানে ১০ তলা মার্কেট নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নেন সে। মার্কেটের দোকান হারিয়ে অনেকে আজ পথে বসেছে। ইতি মধ্যে অন্তত ৩০ জন দোকান মালিক মানবেতর জীবন যাপন করে মৃত্যু বরণ করেছেন।
এ অপকর্মের ঘটনায় দুর্নীতিবাজ কুদরত এলাহীর নামে দুর্নীতি কমিশন জেলা কার্যালয়ে ৫টি অভিযোগ জমা দেয়া হয়েছে।