নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক কুমিল্লার জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা মহানগরীর রানীর বাজার ও টমছম ব্রিজ বাজার এলাকার মুরগীর দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত কাজের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্রয় ভাউচার সংরক্ষণ, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে হ্যান্ড মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যলয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।