নিজস্ব প্রতিনিধি ঃ পবিত্র রমজান উপলক্ষে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা বজায় রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যলয়ের বাজার মনিটরিং কার্যক্রম জোরদারকরণ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, শনিবার ১৮ মার্চ, মুন্সীরহাট বাজার, সদর উপজেলা, মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর নির্দেশনায় এবং জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ সহযোগিতায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
কাঁচা বাজার, মুড়ির দোকান, মুদি দোকান, হোটেল মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন ব্যাটালিয়ন আনসার ও মুন্সীগঞ্জ সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর ।
জনস্বার্থে বাজার অভিযান অব্যাহত রয়েছে বলে আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যলয়ের দায়িত্বশীল কর্মকর্তা।