ভোক্তা অধিদপ্তর রাজশাহী জেলা কার্যলয়ের বি‌শেষ বাজার তদার‌কিমূলক অ‌ভিযানে ৪ টি প্রতিষ্ঠান কে ৭৫০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি : ‌বুধবার ২২ মার্চ জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলীর নেতৃ‌ত্বে রাজশাহী জেলার অন‌্যতম বৃহত্তম পাইকা‌রি ও খুচরা বাজার বা‌নেশ্বর বাজা‌রে এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

উক্ত বাজার তদার‌কি মূলক অ‌ভিযা‌নে নিত‌্য প্রয়োজনীয় দ্রব‌্যর পাইকা‌রি ও খুচরা দোকান এবং মাং‌সের দোকান ম‌নিট‌রিং করা হয়।

উক্ত বাজার তদারকি অভিযান পরিচালনা কালে নিত‌্য প্রয়োজনীয় দ্রব্যের মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করায় ৪‌টি প্রতিষ্ঠান‌কে ৭,৫০০ জ‌রিমানা করা হয়।

উক্ত অ‌ভিযা‌নে নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্য মূল‌্য স্থি‌তিশীল ও সরবরাহ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখা এবং স্বাস্থ‌্যকর প‌রিবে‌শে খাদ‌্য পণ‌্য বিক্রয়ের জন‌্য মাইকিং ক‌রে ব‌্যবসায়ী‌দের নি‌র্দেশনা প্রদান করা হয় এবং লিফ‌লেট বিতরণ করা হয়।

উক্ত অ‌ভিযা‌নে উপ‌স্থিত ছি‌লেন পু‌ঠিয়া উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, বা‌নেশ্বর বাজার ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও বি‌ভিন্ন ব‌্যবসায়ী নেতৃবন্দ এবং স্থানীয় সাংবা‌দিকবৃন্দ।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বা‌র্থে এ ধরনের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *