একনেকে এক হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৭৩০ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সভাকক্ষে ২০২২-২৩ অর্থ-বছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভাশেষে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। তিনি বলেন, ‘আজকের সভায় এক হাজার ৭৩০ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৬টি ও নতুন প্রকল্প ৩টি।’

পরিকল্পনা বলেন, ‘টানাপোড়েন থাকলেও দেশের সার্বিক অর্থনীতির চিত্র তুলনামূলক ভালো। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মার্চেএ হার আরও বাড়বে। তবে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকলে কোনো সমস্যা হবে না।’

এসময় বাজার নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাজারে সরবরাহ বাড়িয়ে বাজার ঠিক রাখতে হবে। শুধু পুলিশ দিয়ে বা জেল জরিমানা করে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।’

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কৃষিপণ্য রফতানি বাড়ানোর পাশাপাশি রফতানির সুযোগ খুঁজে দেখতে হবে। সেই সঙ্গে কোনো জমি পতিত রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশি মাছের উৎপাদন বাড়াতে বলেছেন। আর বিদেশি রাক্ষুসে মাছ যাতে দেশের মাছের ক্ষতি না করতে পারে সেদিকে নজর দিতে হবে।’

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প’ ব্যবহার করতে বলেছেন। তাছাড়া প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *