নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ভয়াল ২৫শে মার্চ, জাতীয় গণহত্যা দিবস। দিনটি শ্মরণে সন্ধ্যায় রাজশাহী শহর রক্ষা বাঁধের ‘টি-গ্রোয়েন’ লাগোয়া বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয় এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এরপর আরএমপি‘র পুলিশ লাইন্স বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
