সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞার দায়িত্ব গ্রহণ

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ, সচিব/গ্রেড-১) হিসেবে সোমবার ২৭ মার্চ, দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং এন্ড ফাইন্যান্স এ এমএসসি ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, নিরীক্ষা ও হিসাব বিভাগে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল, ডিফেন্স ও রেলওয়ে তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সিজিডিএফ হিসেবে যোগদানের পূর্বে তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর; যুগ্ন মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার ফোর্স), পারফরমেন্স অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তাঁর দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ( তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *