কুটনৈতিক বিশ্লেষক : নিজদেশের বিক্ষোভ দমাতে না পেরে ফিলিস্তিনিদের উপর হামলার নাটক করছে ইজরায়েল, এমনটাই মনে করছে ইজরায়েলী জনগণ। ইজরায়েল ফিলিস্তিন রকেট ছুড়াছুড়ির মাঝেও তেল আবিবের রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে আড়াইলাখেরও বেশী ইজরায়েলী নাগরিক। তারা সবাই নেতানিয়াহুর বিচার বিভাগীয় ক্ষমতা খর্বের বিরুদ্ধে বিক্ষোভ করছে, যা গত এক মাসেরও বেশী সময় ধরে চলমান।
সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিক্ষোভে বড়ধরণের সন্ত্রাসী হামলার আশংকা রয়েছে,তাতেও ইজরায়েলী নাগরিকরা পিছু হটছেনা। তাদের দাবি পিএম নেতানিয়াহু বিক্ষোভ থেকে চোখ ফেরাতেই ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর হামলা করে সিম্প্যাথী নেওয়ার চেষ্টা করছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIAএর এক লিকড ডকুমেন্টে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইজরায়েলে চলমান এন্টি গভ প্রোটেস্টে সহযোগিতা করছে খোদ MOSSAD। এ প্রতিবেদন প্রকাশের পর ইজরায়েলী সরকারের পক্ষ হতে বলা হয়েছে, এই বিক্ষোভে মোসাদ কোনভাবে জড়িত নয়, এসব প্রপাগাণ্ডা। (তথ্য সূত্র : ডিফেন্স রিসার্চ ফোরাম)