নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ১৫ এপ্রিল, সকাল ১১ টায় তেজগাঁওস্থ বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি- ৮ নম্বর ফ্লোর)- এ ডিবেট ফর ডেমোক্রেসির কর্তৃক ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ’বিষয়ে এক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখিত ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আজকের ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে বিষয়ের পক্ষে ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিনিধি দল এবং বিপক্ষে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
বিতর্ক প্রতিযোগিতায় ব্রাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে ভোক্তা-অধিকার সংরক্ষণে জনবান্ধব কার্যক্রমে নেতৃত্ব প্রদানের জন্য ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।