মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৬ এপ্রিল, “ভিডিও কনফারেন্স ” এর মাধ্যমে মিনি কনফারেন্স রুমে (পুরাতন) অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এট সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ভিডিও কনফারেন্স সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর হতে সংযুক্ত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ ও সকল থানার অফিসার ইনর্চাজগণসহ অন্যান্য অফিসারবৃন্দ।

সভার শুরুতেই অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় ভার্চুয়ালি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

এরপর মার্চ -২০২৩ মাসে রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ বিষয় পর্যালোচনা, সাম্প্রতিক ঘটনাসমূহ এবং বিবৃত বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখিত বিষয়ের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনার নিমিত্তে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সকল বিভাগের কার্যক্রমসমূহ তুলে ধরেন।

প্রথমেই নগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা যেমন: চুরি, ছিনতাইয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, মুলতুবি মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, মুলতুবি জিআর/সিআর/সাজা ওয়ারেন্টসমুহ নিষ্পত্তির হার বাড়িয়ে সঙ্গতিপূর্ণ অবস্থায় নিয়ে সিটিএসবি, ট্রাফিক বিভাগ ও গোয়েন্দা বিভাগ, আরপিএমপি, রংপুর কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।

পরবর্তীতে অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভার্চুয়াল সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *