একঝাঁক তরুণ তরুনীদের সামাজিক সংগঠন চলো পাল্টাই এর পক্ষ থেকে প্রতিবন্ধিকে দোকান ঘর প্রদান ও ইফতার মাহ্ফিল

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের একঝাঁক তরুণ তরুনীদের গড়ে ওঠা সামাজিক সংগঠন চলো পাল্টাই এর পক্ষ থেকে এক প্রতিবন্ধিকে দোকান ঘর প্রদান ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল) মঙ্গলবার নড়াইল পৌর-সভার ভওয়াখালী গ্রামের ওহাব মোল্লা’র ছেলে অসহায় প্রতিবন্ধি উজ্জ্বল মোল্লাকে স্বাবলম্বি করতে একটি ভ্রাম্যমান দোকান ঘর উপহার দেন এবং ইফতার মাহ্ফিলের আয়োজন করেন,নড়াইলের সামাজিক সংগঠন,চলো পাল্টাই বাংলাদেশ। অসহায় প্রতিবন্ধি উজ্জ্বল মোল্লাকে স্বাবলম্বি করতে ভ্রাম্যমান দোকান ঘরসহ দোকানের মালামাল হস্তান্তর ও ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন,সামাজিক সংগঠন”চলো পাল্টাই বাংলাদেশ”এর উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন,শিক্ষক শক্তিপদ বিশ্বাস,নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল,এহসানুল হক,শিক্ষিকা হামিদা খাতুন,সাংবাদিক মো:রফিকুল ইসলাম,সাংবাদিক মস্তফা কামাল,
কাউন্সিলর শরফুল আলম লিটু,সামাজিক সংগঠন নড়াইল জেলা শাখার চলো পাল্টাই বাংলাদেশ এর সভাপতি জাকারিয়া খামসহ নড়াইল চলো পাল্টাই বাংলাদেশ সংগঠনের সদস্য বৃন্দ প্রমূখ। সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে নড়াইলের অসহায় মানুষের পাসে থেকে সর্বদা কাজ করে গেছে,এবং করোনা কালিন সময়ে নড়াইল বাসি’র সুসাস্থতার জন্য কাজ করেছেন এবং অসহাদের বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী খাবার পৌছে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এ সামাজিক সংগঠন। নড়াইল জেলার অসহায় মানুষের চিকিৎসা,অসহায় ব্যক্তিদের ঔষুধ,বিনা মূল্যে রক্ত,অসহায় প্রতিবন্ধি ব্যক্তিদের স্বাবলম্বি করাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে নড়াইল জেলায় সাড়া যাগিয়েছেন,সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ। অসহায় প্রতিবন্ধি ব্যক্তিকে স্বাবলম্বি করতে ভ্রাম্যমান দোকান ঘর উপহার দেয়া ও ইফতার মাহ্ফিল উপলক্ষে চলো পাল্টাই বাংলাদেশ এর সদস্যসহ নড়াইলে’র বিভিন্ন মহল সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর জন্য শুভ কামনা জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *