নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ২০ এপ্রিল, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঝিনাইদহের মহেশপুর থানাধীন নেপা মোড় নামক এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ২ জন ব্যক্তি মহেশপুর সীমান্তের দিকে গমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এর নেতৃত্বে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল নেপা মোড়ের বাকোশপোতা জসিম ষ্টোরের পার্শ্বে এ্যাম্বুশ স্থাপন করে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক দুপুর ১টা ৫০ মিনিটের সময় ২ জন ব্যক্তি মোটর সাইকেলযোগে নেপা মোড় অতিক্রম করে মহেশপুর সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল নেপা মোড়ের বাকোশপোতা জসিম ষ্টোরের সামনে সন্দেহজনকভাবে মোটর সাইকেলের গতি রোধ করে মোটরসাইকেল আরোহী মোঃ রুহুল আমীন(৩২), পিতা-মোঃ মনোয়ার হোসেন এবং মোঃ সাইফুল ইসলাম(২৬), পিতা-মোঃ আব্দুস সালাম উভয়ের গ্রাম-কাদিরকোল, পোস্ট-ফাজিলপুর, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহ’কে আটক করতে সমর্থ হয়।
পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত ব্যক্তিদের দেহ তল্লাশী করে জনৈক রুহুল আমিনের প্যান্টের পকেটের মধ্যে খাকী রঙের কস্টেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৩.১৩৯ কেজি ওজনের ২৭টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-২,৫৬,৩৮,৫২০ (দুই কোটি ছাপান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত বিশ) টাকা।
স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিদ্বয়কে আটক করে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।