পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে র‍্যাব -৬ এর বিভিন্ন কর্মসূচী পালন

Uncategorized জাতীয়




নিজস্ব প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে আগত যাত্রী সাধারণদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা ও যাত্রী হয়রানী রোধকল্পে র‌্যাব সাপোর্ট সেন্টার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বলে জানা গেছে।
র‍্যাব -৬ এর কর্মসুচীর মধ্যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে র‌্যাব সদর দপ্তরের নির্দেশনায় র‌্যাব সাপোর্ট সেন্টার গত তিনদিন ধরে কাজ করছে এবং ঈদের পর পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।

সেখানে নিরবিচ্ছিন্নভাবে ২৪ ঘন্টার জন্য র‌্যাব সদস্যরা অবস্থান করে দূরদূরান্ত থেকে আগত যাত্রী সাধারণদের নিরাপত্তা, অসুস্থ্ হয়ে পরা যাত্রীদের স্বাস্থ্যসেবা, পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যাত্রী হয়রানী রোধ, যাত্রীদের গাড়ি নষ্ট হলে জরুরী গাড়ি মেরামত সেবা, রোজাদারসহ তৃষ্ণার্ত ব্যক্তিদের জন্য পর্যাপ্ত পরিমান সুপেয় পানি, সরবত, অসুস্থ রোগীদের জন্য ঔষধ সামগ্রী বিনামূল্যে র‌্যাব-৬ এর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে।

মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই রোধকল্পে বাস স্ট্যান্ড সমূহে র‌্যাব টহল বৃদ্ধিসহ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবহনসমূহে সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত আছে।

এই কার্যক্রম ঈদ পরবর্তী দিন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন র‍্যাব -৬ এর কর্মকর্তারা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *