নড়াইলে সাইবার সেইফটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অনলাইন নিরাপত্তা ট্রেনিং

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
দেশে বতর্মান সময়ে অনলাইন নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নিজের অজান্তেই অনলাইনে নিজের বিপদ নিজেই ঢেকে আনি। আর এই অনলাইনে বেশি অনিরাপত্তায় ভোগে কিশোর কিশোরীরা। কিশোর কিশোরীদের অনলাইন সুরক্ষা সম্পর্কে অবগত করতে নড়াইল জেলায় সাইবার সেইফটি অর্গানাইজেশন নামে একটি সংগঠন ‘” অনলাইন সেইফটি ট্রেনিং”‘ নামে একটি ট্রেনিং দেওয়া শুরু করেছে। নড়াইলের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তারা এই ট্রেনিং টি দিচ্ছে। এর ন‍্যায় তারা নড়াইল জেলার সদর উপজেলার এবিএস মেমোরিয়াল মাধ‍্যমিক বিদ‍্যালয়ে গিয়ে সেই স্কুলের ছাত্র ছাত্রীদের ট্রেনিং দিয়েছে এই ট্রেনিং টির সার্বিক পরিচালনায় কাজ করছে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আশিকুর রহমান সৌরভ। সংগঠটির সহকারি পরিচালক ইফাজ আমান। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জানান,আমরা নড়াইলের সব স্কুলে গিয়ে এই অনলাইন সেইফটি ট্রেনিং টি করাবো ফলে কিশোর কিশোরীরা অনলাইন সুরক্ষা সম্পর্কে অবগত হতে পারবে এবং আমি আশা করছি আমাদের এই কার্যক্রমে জেলা প্রশাসন ও পাশে থাকবে। এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত বিদ‍্যালয়ের শিক্ষক ও স্কুলের কর্মচারী গণ। এ সময় স্কুলের শিক্ষক বলেন,বিভিন্ন স্কুলে এই ধরণের ট্রেনিং করাতে পারলে ছাত্র ছাত্রী’রা সব কিছু শিখতে পারবে এবং নিজেরাও সচেতন হতে পারবে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *