নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর বছিলার পর এবার আফতাব নগরে নতুন একটি শাখা চালু করতে যাচ্ছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। নতুন এই শাখায় রাজধানীর ৯টি থানার বাসিন্দারা সেবা নিতে পারবেন।
রোববার থেকে আফতাব নগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের একটি ৪ তলা ভবনে শাখার কার্যক্রম শুরু হবে। শাখাটির নাম দেয়া হয়েছে ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সরকারি এক খুদে বার্তায় জানানো হয়েছে, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ৭ মে থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে।
বিজ্ঞাপন
নতুন এ শাখায় প্রতিদিন ৫০০-৬০০ জন সেবা নিতে পারবেন।এরআগে, গত মার্চে মোহাম্মদপুরের বছিলায় আরও একটি শাখা ‘পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম’ কার্যক্রম শুরু করে। এই শাখায় ই-পাসপোর্ট সেবা নিতে পারছেন ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ ও নিউ মার্কেট থানার বাসিন্দারা।