নড়াইলে পৌর কাউন্সিলর বাবলুসহ জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার ৭

Uncategorized অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
জুয়ার আসর থেকে নড়াইল সদর পৌর-সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাসুদ রানা বাবলুসহ ৭ জুয়াড়িকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। (৯ মে) মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রামের শামীম ফকিরের বাড়ি থেকে জুয়া খেলা চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত’রা হলেন,নড়াইল সদর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ভাটিয়া এলাকার সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ মাসুদ রানা বাবলু (৫০),লোহাগড়া থানাধীন চাচই মধ্যপাড়ার সলেমান শেখের ছেলে জুনায়িদ শেখ (৩৯),চাচই শিকদার পাড়ার তৈয়ব শিকদারের ছেলে সাদ্দাম শিকদার (২৮),মাকড়াইল এলাকার মৃত-আব্দুল ওহাব মোল্যার ছেলে মো:রবিউল ইসলাম (৪২),মান্নু শিকদারের ছেলে মো: তাইফুর শিকদার (২৭),ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন ধুলজুড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনজু সরদার (৪২),মৃত-হাবিবুর রহমানের ছেলে কাবুল শেখ (৩০)। পুলিশ সূত্রে জানা যায়,নিয়মিত টহলের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি’র) একটি দল মঙ্গলবার দিবাগত রাতে বের হয়। ডিবির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম নিজস্ব সোর্সের মাধ্যমে জনতে পারেন,লোহাগড়া উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রামে একটি জুয়ার আসর বসেছে। দলের সদস্যদের নিয়ে সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই গ্রামের শামীম ফকিরের গরুর খামারে জুয়া খেলা চলাকালে সদর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জুয়াড়িকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় অভিযানে দেহ তল্লাশি করে জুনায়িদ শেখের থেকে ৩০ পিস ও সাদ্দাম শিকদারের থেকে ২৩ পিসসহ মোট ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া নগদ ৭ হাজার ২শ টাকা ও ২ সেট প্লেয়িং কার্ড জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:সাজেদুল ইসলাম বলেন,আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক ও জুয়া আইনে দুইটি পৃথক নিয়মিত মামলা রজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা ডিবি পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *