নিজস্ব প্রতিনিধি ঃ গত ২ মে জনৈকা স্কুল পড়ুয়া এক স্কুল ছাত্রীকে আসামী মোঃ জুবায়ের মাহমুদ সাম্মু (২৪)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ভিকটিমকে মুখে হাত চেপে ধরে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে একটি কালো রংয়ের মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৮ মে, বগুড়া জেলার ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ধুনট থানার মামলা নং-৬, তারিখ-০৮/০৫/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/(২০০৩) এর ৭/৩০। বিগত পাঁচ দিন ভিকটিমকে অনেক খোজাখুজি করার পর খুজে না পেয়ে একটি সংবাদ সম্মেলন করে।
যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই ফলশ্রুতিতে গতকাল বুধবার ১০ মে, রাত ১২ টা ১০ মিনিটের সময় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-৩, বগুড়া এর চৌকস আভিযানিক দল ধুনট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামী মোঃ জুবায়ের মাহমুদ সাম্মু (২৪), পিতা- মোঃ মুকুল হোসেন, সাং- উল্লাপাড়া, থানা- ধুনট, জেলা- বগুড়া‘কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।