ইন্টারভেনশনাল রেডিওলজির দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক জাতীয় বিবিধ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক : ইন্টারভেনশনাল রেডিওলজির দ্বিতীয়  সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাসে রবিবার ১৪ মে, ইন্টারভেনশনাল রেডিওলজির দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (BSRI) এবং বাংলাদেশ সোসাইটি অব ভাসকুলার এন্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (বিএসভিআইআর) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মুছা খান এমএস, এফসিভিএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

ভারত হতে আগত ১০ জন খ্যাতনামা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট এবং দেশের বিভিন্ন স্তরের খ্যাতনামা ১৫০ জন সামরিক ও বেসামরিক চিকিৎসকবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, Interventional Radiology বা IR বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের জন্য এই আধুনিক Minimally Invasive চিকিৎসাব্যবস্থা অপ্রতুল। এর প্রচার ও প্রসারে সশস্ত্র বাহিনী এবং তার সাথে সাথে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা যায়।

উক্ত সম্মেলনে ইন্টারভেনশনাল রেজিওলজির বিভিন্ন আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপরে বৈজ্ঞানিক আলোচনার পাশাপাশি হ্যান্ডস অন ওয়ার্কশপ এবং লাইভ কেইস CMH Cath Lab এ পরিচালনা করা হয়, যার ফলে বাংলাদেশের নতুন এই Subspecialty এর প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

(তথ্য সুত্র : আইএসপিআর)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *