নিজস্ব প্রতিনিধি ঃ বিএসটিআই, খুলনা বিভাগীয় অফিস ও কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ২ টি বেকারি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সোমবার ১৫ মে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিস এবং জেলা প্রশাসন কুস্টিয়া এর সমন্বয়ে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে
কুষ্টিয়া সদরের জগতি এলাকার মেসার্স আয়মান বেকারি কে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন -২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার ) টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া সদরের জগতি এলাকার মেসার্স সুমনা বেকারি ক বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন -২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতুন নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ।
জনস্বার্থে বিএসটিআই খুলনার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই এর খুলনা বিভাগীয় অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ।