নিজস্ব প্রতিবেদক : সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।
সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন সেনাপ্রধান।
জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকার প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। এই দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো।
তিনি বলেন, আমি মিয়ানমারে যাব। দুই দেশের সেনাবাহিনীর সাথে নানা বিষয়ে কথা হবে।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয় ও শান্তিকালীন পদক প্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন সেনা প্রধান।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৫ জন বীর উত্তম, ১২ জন বীর বিক্রম, ৩০ জন বীর প্রতীক ও ২৫ জন অন্যান্য মুক্তিযোদ্ধাদের পদক প্রদান করা হয়।