নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্লয়য় কর্তৃক গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ক্লে-ব্রিকস ( ইট) পণ্যটির উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে গতকাল সোমবার ৫ জুন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বিহীন ইটভাটার বিরুদ্ধে মামলার উদেশ্যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে পণ্য জব্দ ও তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সমুহকে ০৭ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে।
রুসদা ব্রিকস-১ (R*B), বোয়ালি বাজার, সুন্দরগঞ্জ, এম আর ব্রিকস (MRB), মজুমদার হাট, সুন্দরগঞ্জ, এম আর ব্রিকস-২ (MRB), মন্ডলের হাট, সুন্দরগঞ্জ, এ আর বি (ARB) ব্রিকস, কে কৈ কাশদহ, সুন্দরগঞ্জ এবং ডি বি এফ(DBF) ব্রিকস, বজরা কঞ্চিবাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
নিম্নোক্ত ইটভাটাকে বকেয়া বিল দ্রুত জমা দিতে পরামর্শ দেয়া হয়েছে মামুন এন্টারপ্রাইজ (FKM) ব্রিক্স, তালুক সর্বানন্দ, সুন্দরগঞ্জ, এস আর ব্রিকস( SRB), দঃ কে কৈ কাশদহ, সুন্দরগঞ্জ, এবং অর্ণব ব্রিকস (A, B), শোভাগঞ্জ, সুন্দরগঞ্জ৷
নিম্নোক্ত প্রতিষ্ঠানের সিএম বিল সংগ্রহ করা হয়েছে
সেফ বেকারি, বাইপাস মোড়, ইমা বেকারি, ধর্মপুর, মায়ের দোয়া বেকারি, কালিয়ার ছিড়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।এছাড়া জে এস ব্রিকস, মজুমদার হাট, এম এস ব্রিক্স, মজুমদার হাট, এবং রুসদা ব্রিকস-২, ছাপারহাটি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা এর সিএম লাইসেন্স নবায়নের জন্য আবেদন জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার ( সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।