চট্টগ্রামে  ডিবি   (বন্দর ও পশ্চিম ) বিভাগের অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ ২ জন আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি ঃ   চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র  মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার  মোঃ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  সামীম কবির ও সহকারী-পুলিশ কমিশনার কাজী তারেক আজিজ এর তত্বাবধানে, টিম-৫২ এর পুলিশ পরিদর্শক  মোঃ মোক্তার হোসেন ও পুলিশ পরিদর্শক  মোঃ শহীদুর রহমান এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোঃ আলাউদ্দীন, এসআই (নিঃ) মোঃ জাহিদুল করিম, এএসআই (নিঃ) তাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত সোমবার ৫ জুন  গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন আচার্য্য পাড়াস্থ রোমা দেবীর বসত ঘরে অভিযান পরিচালনা করে রোমা দেবী চাকমা ও সাগরিকা চাকমাকে ৩০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তিরা রাঙ্গামাটি জেলার বিভিন্ন উৎস হতে কম মূল্যে চোলাই মদ ক্রয় করে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিলো বলে  প্রাথমিক তদন্তে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *