বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের  অভিযানে ১ কেজি হেরোইন ও ০৪ বোতল LSD সহ সাবেক ইউপি সদস্য আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অভিযানে দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে ১ কেজি ভারতীয় হেরোইন ও ৪ বোতল LSD (Lysergic Acid Diethylamide) সহ সাবেক ইউপি সদস্য কে আটক করা হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি,।


বিজ্ঞাপন

মঙ্গলবার  ৬ জুন,  রাতে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরার মাদরা সীমান্ত দিয়ে মাদকের একটি চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক এর নির্দেশনায় কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে আভিযানিক দল উল্লেখিত  স্থানে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে  ৪ বোতল (প্রতি বোতল ১০০ এমএল) ভারতীয় LSD (Lysergic Acid Diethylamide) এবং ০১ কেজি হেরোইন সহ সাবেক ইউপি সদস্য মোঃ হাসানুজ্জামান (৪০), পিতা-মোঃ কিসমত আলী, গ্রাম- চান্দা,পোষ্ট- সোনা বাড়িয়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে আটক করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, জানান, দেশের সিমান্ত এলাকা রক্ষার পাশাপাশি বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *