একদিনেই তিন স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ

এইমাত্র খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : এসএ গেমসে আজ মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে কারাতে ইভেন্টে তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। আল আমিন, মারজানা প্রাপ্তি ও হুমায়রা প্রাপ্তি এদিন দেশের হয়ে স্বর্ণ পদক জিতেন। আল আমিন কারাতে ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ জেতেন। ফাইনালে পাকিস্তানের জাফরের বিরুদ্ধে ৭-৩ পয়েন্টে জয় পান বাংলাদেশ সেনাবাহিনীর এ ক্রীড়াবিদ।


বিজ্ঞাপন

এরপর মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা। ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারাজানা। আর দেশের হয়ে চতুর্থ ও কারাতেতে তৃতীয় স্বর্ণ জেতেন হুমায়রা প্রাপ্তি। নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি।

উল্লেখ্য, গতকাল সোমবার তায়কোয়ান্দো থেকে বাংলাদেশের হয়ে প্রথম সোনার পদক জেতেন দিপু চাকমা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *