কুটনৈতিক বিশ্লেষক : বাংলাদেশকে বিনামূল্যে ৫০ টন পারমাণবিক জ্বালানী দেবে রাশিয়া।পারমাণবিক জ্বালানী ইউরেনিয়ামের প্রথম চালান আগামী সেপ্টেম্বরের কোন এক ছুটির দিনে প্রজেক্ট এরিয়ায় পৌঁছাবে। তবে ইউরেনিয়াম আসলেই তৎক্ষনাৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবেনা।
কারণ নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম সরবরাহ করার পর তা প্ল্যান্টের অভ্যন্তরে নির্ধারিত স্থানে রেখে দেওয়া হবে স্থিতিশীল হওয়ার জন্য।
সরবরাহের ৯ মাস থেকে এক বছর পর ওই ফুয়েল ব্যবহার করা যাবে। এরইমধ্যে প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ বিতরণের জন্য সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
শুরুতেই উল্লেখ করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য ৫০ টন নিউক্লিয়ার ফুয়েলের চালান আগামী সেপ্টেম্বরে সরবরাহ করবে রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি রোসাটাম।
ওই পরিমাণ জ্বালানি দিয়ে এক বছর উৎপাদন করতে সক্ষম হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।প্রথম বছরের জন্য প্রয়োজনীয় ৫০ টন ফুয়েলের চালানটি বন্ধুত্বের নিদর্শন স্বরুপ বিনামূল্যে সরবরাহ করবে রাশিয়া। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)