বিএসটিআই এর নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুলের কসমেটিক্স এন্ড বেবী কেয়ার কে ১৪,০০০ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  বিএসটিআই এর নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রির অভিযোগে রাজধানীর কাফরুলের কসমেটিক্স এন্ড বেবী কেয়ার কে ১৪,০০০ টাকা জরিমনা করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  রাজধানীর  কাফরুল থানা  এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে  কোর্ট পরিচালনা কালে বিএসটিআই নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিম বিক্রি এবং বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুযায়ী ব্রাদার্স কসমেটিক্স এন্ড বেবী কেয়ার, দোকান- ৪৩, ৬১ (২য় তলা), মিরপুর-১০, গোলচত্ত্বর, ঢাকা-১২১৬ প্রতিষ্ঠানটিকে ১৪,০০০ (চৌদ্দ হাজার) টাকা  জরিমানা প্রদান করা হয়।

এছাড়া উক্ত মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ নিষিদ্ধ ঘোষিত স্কীন ক্রিমসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন  (বিএসটিআই)  এর  নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধানকার্য লয়ের কর্মকর্তা  আজমির খান মজলিশ, ফিল্ড অফিসার (সিএম),  এবং  মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), দায়িত্ব পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *