নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ৩১ আগস্ট, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিস এবং রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, ইউ পিভিসি পাইপ পণ্যের অনুকুলে সিএম লাইসেন্স না থাকায় মেসার্স এম এইচ পলিমার ,পশ্চিম খাসবাগ, মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন দেওয়ান আসিফ পেলে ইসলাম , নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিসি অফিস,রংপুর।
প্রসিকিউটর হিসেবে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মারুফা বেগম,ফিল্ড অফিসার (সিএম)।