রাজধানীর কদমতলীতে রাত্রিকালীন ফলের বাজার উদ্বোধন

বানিজ্য রাজধানী

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর কদমতলীতে দিনের পাশাপাশি রাত্রিকালীন পাইকারী ও খুচরা ফলের বাজার উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

রাত্রিকালীন ফলের বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লব বিজয় তালুকদার উপ পুলিশ কমিশনার লালবাগ। মোঃ মেহেদী হাসান উপ-পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী এম এ মান্নান, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান নিয়াজী, ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিম।

উপস্থিত অতিথিদের বক্তব্যে লালবাগ পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদার বলেন, আপনারা আইন মেনে সৎভাবে ব্যবসা করলে পুলিশ সার্বক্ষণিক আপনাদের সহায়তা করবে।
উপ-পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ মোঃ মেহেদী হাসান বলেন, দিনের পাশাপাশি রাত্রিকালীন এই বাজার রাজধানীর যানজট কমাতে বিশেষ ভুমিকা রাখবে।
ঢাকা মহানগর ফল আমদানিকারক ও আরতদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত বাজারের ব্যবসায়ীদের পাশে সারাক্ষন থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তাদের বক্তব্যে।

রাত্রিকালীন এই ফল বাজার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ প্রত্যাশা দিনের পাশাপাশি রাত্রিকালীন ফলের বাজার চালুর মাধ্যমে রাজধানীবাসীর পুষ্টি চাহিদাসহ পুরনো ঢাকার যানজট সমস্যা অনেকটাই নিরসন হবে।