ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার জেরে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। বহু ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরেও বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রোববার রাত সাড়ে ১১ টার দিকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় সড়ক থেকে একটি গাড়ি পিছলে খাদে পড়ে যায়। এতে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরো পাঁচজন।
তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনার খবর জানা যায়নি। তবে পুলিশের ধারণা,ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র জানাচ্ছেন, ওই মারুতি এর্টিগা গাড়িতে সব মিলিয়ে যাত্রী ছিল এগারো জন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই গাড়িটির সঙ্গে আরও একটি গাড়ি ছিল। গাড়ির যাত্রীরা সম্ভল জেলার বাসিন্দা। তারা দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন বলে জানা যায়।