নড়াইল জেলা পুলিশের ওসি ডিবি মোঃ ছাব্বিরুল আলম এর সাফল্য  :   অনলাইন প্রতারক চক্রের ১জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: রফিকুল ইসলাম (নড়াইল) :  চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণার সাথে জড়িত ও প্রতারণার মামলার আসামি মোঃ রনু শেখ (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশের  গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশের একটি টিম)। এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মোঃ রনু শেখ (২৩) নড়াইল জেলার কালিয়া থানার ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে প্রতারণার সাথে জড়িত থেকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে জনগণকে বিভিন্নভাবে ঠকিয়ে আসছিল।  এর পরিপ্রেক্ষিতে  গতকাল রবিবার  ৮ অক্টোবর, ভোরবেলা নড়াইল জেলার কালিয়া থানাধীন ১৪নং পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী সাকিনস্থ আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Daraz মোবাইল অ্যাপস ব্যবহার করে Samsung ‌‌S21 pro মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেয় প্রতারক চক্র। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মোসা: আসমা খাতুন নামের এক ভুক্তভোগী এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে।

বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলেও মোবাইল ফোন তিনি হাতে পায় না। বরং প্রতারক আজ পাঠাবো কাল পাঠাবো বলে কালক্ষেপণ করতে থাকে এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করে।

অবশেষে উক্ত প্রতারক চক্রের ছলচাতুরি বুঝতে পেরে ভুক্তভোগী মহেশপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন যার মামলা নাম্বর- ( মহেশপুর থানার মামলা নং-১৪, তারিখ-১০ সেপ্টেম্বর ২০২৩),  ধারা- ৪০৬/৪১৭/৪২০ পেনাল কোড রুজু করেন।

তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এসআই (নি:) মোঃ রফিকুল ইসলাম তথ্য প্রযুক্তি এবং বিকাশের স্টেটমেন্ট বিশ্লেষণ করে আসামির অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় । যার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা নড়াইল জেলায় আসামি গ্রেফতারের জন্য একটি অভিযাচনপত্র প্রেরণ করেন।

উক্ত অভিযাচনপত্রের প্রেক্ষিতে নড়াইল জেলার  পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর  নির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি)  মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আলী হোসেন ও এসআই (নি:) মোঃ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নড়াইল জেলার পুলিশ সুপার এর  নির্দেশনায় অনলাইন প্রতারক চক্রের বিরুদ্ধে ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *