নিজস্ব প্রতিনিধি ; আজ বৃহস্পতিবার ১২ অক্টোবর, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ” দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল হক, কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন।
প্রশিক্ষণ কর্মসূচিতে মোঃ আক্তার হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ), দুর্নীতি দমন কমিশন, মোঃ শাহীন ইমরান, জেলা প্রশাসক, কক্সবাজার, মোঃ মাহমুদ হাসান, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও জনাব মোঃ মনিরুল ইসলাম, উপপরিচালক দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কক্সবাজার জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি কর্তৃক সনদপত্র বিতরণ করা হয়।