নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় ড্রাগিষ্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার দিকে রায়েন্দা বাজার পাঁচরাস্তার মোড় হারুন কমিউনিটি সেটারে উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ ফাইজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রাগ সুপার বাগেরহাট মোঃ মেহেদী হাসান, বাগেরহাট কেমিষ্ট এস্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোঃ আব্দুস সোবাহান, সহ-সভাপতি এম গিয়াস উদ্দীন, বাগেরহাট জেলা ড্রাগিষ্ট সমিতির সদস্য মোঃ আজিজুল হক, মোঃ কামরুজ্জামান সাগর, মোঃ জাকির হোসেন রকি, মোঃ আবু তালহা, শেখ মারুফুজ্জান, মোঃ হুমায়ুন কবির শান্ত।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আব্দুল মালেক রেজা, ড্রাগিষ্ট রুহুল আমিন সহ স্থানীয় ড্রাগিষ্টবৃন্ধ।
বক্তারা বিভিন্ন ঔষধ কোম্পানী কর্তৃক ন্যায্য মূল্যে ঔষধ বিক্রিতে বৈষম্য, মেয়াদবিহীন ঔষধ ফেরত নিতে গরিমসি, ড্রাগ লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে অতিরিক্ত টাকা দাবী সহ বিভিন্ন সমস্যার সমাধানে উপস্থিত নেতৃবৃদ্ধের প্রতি আহ্বান জানান।