মামুন মোল্লা (খুলনা) : শারদীয় দুর্গা পূজা-২০২৩ উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার খুলনা মহানগরীর উত্তর জোনের পূজা মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল শনিবার ২১ অক্টোবর, রাত ৮ টার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা, শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে মহানগরীর উত্তর জোনের চারটি থানার গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খালিশপুর থানাধীন প্লাটিনাম জুটমিলস পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
নগরীর উত্তর জোনের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে বিভিন্ন প্রকারের ফলের সমন্বয়ে সুসজ্জিত ফলের ঝুড়ি তুলে দেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার এর আগমনে পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানান।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ কমিশনার উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন এবং উত্তর জোনের অফিসার ইনচার্জবৃন্দকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, পিপিএম সেবাসহ মন্দির প্রাঙ্গনে আগত সনাতন ধর্মাবলম্বী লোকজন।