আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”নড়াইল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Uncategorized অন্যান্য অপরাধ আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় জীবন-যাপন


মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
“আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (২২ অক্টোবর) রোববার সকালে নড়াইল জেলা প্রশাসক ও বিআরটিএর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। এসময় বক্তব্য রাখেন,নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আজিজুল ইসলাম,নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ বাংলাদেশের সভাপতি সৈয়দ খায়রুল আলম,বিআরটিএ ইন্সপেক্টর ফরহাদ হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সংশ্লিষ্ট’রা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *