২২ বছরে বিদেশি মিশন থেকে সশস্ত্র বাহিনীর আয় ৩৪৬ কোটি ডলার

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : ২২ বছরে বিদেশি মিশন থেকে সশস্ত্র বাহিনীর আয় হয়েছে ৩৪৬ কোটি ডলার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বিদেশি বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা গত ২২ বছরে ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ ডলার ৯ পেন্স আয় করেছে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ২ নভেম্বর, জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

আনিসুল হক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ২০০০-২০০১ অর্থবছর থেকে শুরু করে ২০২২-২০২৩ অর্থবছর পর্যন্ত ২২ বছরে বিদেশি মিশনগুলো থেকে মোট ৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার ৯ সেন্ট আয় করেছে।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ তিন হাজার ১৩৭ টাকা ৮১ পয়সা। মন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী মিশনগুলো থেকে বছরে গড়ে আয় হয়েছে ১৫ কোটি পাঁচ লাখ ৮০ হাজার ৭৪৩ ডলার ৬১ পেন্স।

বাংলাদেশি মুদ্রায় বছরে গড় আয় ছিল এক হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৯১৯ টাকা চারস পয়সা। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *