গাইবান্ধায় করতোয়া ট্রেনের নিচে পরে প্রাণ গেলো স্টেশন মাস্টারের

Uncategorized আইন ও আদালত বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :  গাইবান্ধায় ট্রেনের নিচে পরে প্রাণ গেলো স্টেশন মাস্টার আব্দুস সোবহানের। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের চাকায় আব্দুস সোবহান আকন্দের হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। তিনি ওই স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে কর্মরত আছেন।৭ নভেম্বর সকাল সাড়েন১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন।


বিজ্ঞাপন

এ সময় পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, আহত সোবহানকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *