বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্মাতো না: প্রধানমন্ত্রী

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার জন্ম না হলে কখনই বাংলাদেশের জন্ম হতো না। ১৯৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয় পায়। কিন্তু পাকিস্তান বাঙালিদের সরকার গঠন করতে দেয় নি। বঙ্গবন্ধুর নির্দেশ মেনে বাংলাদেশের মানুষ যুদ্ধে অংশ নেয়। ১৬ ডিসেম্বর আসে আমাদের বিজয়।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণ গণনা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিজয়ের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। চারদিকে মানুষের বিজয়ের হাসি। অধীর আগ্রহে অপেক্ষা করেছে শেখ মুজিবের জন্য। যেদিন তিনি ফিরে এলেন (১০জানুয়ারি) সেদিন বাঙালি আনন্দে ভেঙে পড়ে।
তিনি আরো বলেন, জীবনের বেশির ভাগ সময় বঙ্গবন্ধু জেলে কাটিয়েছেন। বাংলার মানুষের জন্য কষ্ট করেছেন। তার নেতৃত্বেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
জাতির পিতার স্মৃতিচারণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণ গণনার উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *