প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে রুশ নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ 

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজনীতি

নিজস্ব প্রতিবেদক :  প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে রুশ নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ।রাশিয়ান নৌবাহিনীর জাহাজ অ্যাডমিরাল ট্রিবিউটস (Udaloy-class destroyer) বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রাম বন্দরে রয়েছে। ৫০ বছর আগে সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশের বন্দর পরিদর্শন করেছিল।


বিজ্ঞাপন

১৯৭২ সালের ২১শে মার্চ সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্কফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল দেশটির ২৪টি জাহাজ। তৎকালীন সোভিয়েত বাহিনী বঙ্গোপসাগর থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছিল এপ্রিল মাসে।


বিজ্ঞাপন

যদিও জুলাই মাসের মধ্যে জাহাজ চলাচলের একটি প্রণালি বের করে ফেলেছিল টাস্কফোর্স, কিন্তু মাইন এবং ডুবে থাকা জাহাজ অপসারণ করে পুরো কাজ শেষ করতে বিশেষ টাস্কফোর্সের সময় লেগেছিল ১৯৭৪ সালের জুন মাস পর্যন্ত। (তথ্য সূত্র ও ছবি  : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *