নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিজিবি কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩.৪৮৫ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ২৫ নভেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে কোকেনের একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর অবস্থান গ্রহণ করে।
আনুমানিক সকাল ৮ টা ১০ মিনিটের সময় কুষ্টিয়া হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি উল্লেখিত স্থানে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল বাসটি তল্লাশি করে একটি মালিকবিহীন ব্যাগের ভেতর থেকে ৩.৪৮৫ কেজি কোকেন উদ্ধার করে।