ফেরদৌসী রুবী একজন মেধাবী ও গুনী লেখিকা।
ফেরদৌসী রুবী : বিলাসিতা শব্দটির সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নেই, কেননা এর জন্য প্রত্যেকের নিজস্ব ভাবে ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে।
যেমন- কারো কাছে বিলাসিতা মানে জীবনের সূক্ষ্ম জিনিসগুলির সাথে নিজেকে ঘিরে আর্থিক চাপ ছাড়া আরামদায়ক ভাবে বেঁচে থাকার একটি জীবনধারা।
কারো কাছে বিলাসবহুল ভ্রমণ, সুন্দর বাড়ী, ফ্যাশন, গহনা, বিলাসবহুল গাড়ী। আবার কারো কাছে হতে পারে সাফল্য এবং কৃতিত্বের প্রতীক।
তবে বিলাসিতা সম্পর্কে আপনার আমার সংজ্ঞা যাই হোক না কেন, সত্যিকারের বিলাসিতা হলো সংবেদনশীল আবেগ এবং অবদানের চুরান্ত প্রতিক্রিয়া, এবং এতে কোন সন্দেহ নেই যে এটি মর্যাদা এবং তৃপ্তির অনুভূতি নিয়ে আসে। ধন্যবাদ ।